স্পোর্টস ডেস্ক, ঢাকা : জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ‍সিরিজ শেষ করে ছুটিতে গিয়েছিলেন। তিনি প্রায় একমাস ছুটি কাটিয়ে সোমবার রাতে ঢাকায় ফিরবেন। ঢাকায় ফিরেই জাতীয় দলের চলমান ক্যাম্পের দায়িত্ব বুঝে নেবেন তিনি।

তিনি বলেছেন, ‘প্রধান কোচ হাথুরুসিংহে সোমবার রাতে দেশে ফিরবেন। তিনি দেশে ফিরলে তার সাথে সাকিবের বিষয়ে আলাপ করব। সাকিবকে কীভাবে অনুশীলন করানো যায় সে বিষয়ে আলোচনা হবে। উনি চাইলে সাকিবকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করাতে পারেন। না চাইলে আলাদা করাবেন। সাকিব যেহেতু আমাদের বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটার সুতরাং সে বেতন পাবে। ৬ মাস ক্রিকেট খেলতে না পারলেও বোর্ডের সিডিউল অনুযায়ী সাকিবকে অনুশীলনে যোগ দিতে হবে। হাথুরুসিংহই সাকিবের অনুশীলনের সিদ্ধান্ত নিবেন।’

উল্লেখ্য, গত সোমবার সংবাদ মাধ্যমের কাছে সাকিবের শাস্তির বিষয়গুলো তুলে ধরেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ হয়েছেন সাকিব। এই শাস্তির সঙ্গে আগামী দেড় বছর অনাপত্তিপত্র (এনওসি) পাবেন না তিনি।

(ওএস/পি/জুলাই ১৩,২০১৪)