আমতলী (বরগুনা) প্রতিনিধি : ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ এই শ্লোগান নিয়ে আমতলীতে বুধবার সকাল ১০ টায় র‌্যালি, আলোচনা সভা ও সেরা কর্মীদের হাতে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজন বিশ্ব জনস্যংখ্যা দিবস পালিত হয়।

দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নঢ্য র‌্যালি বের হয়। স্যাপসহ বিভিন্ন বেসরকারী সংগঠন র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করে।

র‌্যালি শেষে ইউটিএন্ড ডিসি হল রুমে এক আলোচনা সভা অনিুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও পৌর মেয়র মো: মতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যার একেএম নুরুল হক ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেন প্রমুখ। সভা শেষে সেরা কর্মী, ইউনিয়ন পরিষদ, এফডাব্লিউসির হাতে সম্মাননা তুলে দেন আমতলী পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

(এন/এসপি/জুলাই ১১, ২০১৮)