শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলা কাউনেরচর গ্রামের কাউনের বিলের পানিতে বুধবার সন্ধ্যা ৬টায় গোসল করতে নেমে তিন শিশু নিখোঁজ হয়। এদের মধ্যে নিখোঁজের আধা ঘন্টা পর এক শিশুর মরদেহ স্থানীয়রা উদ্ধার করে। বাকি দু’জন শিশুর মরদেহ শেরপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করে। মৃত তিনজন শিশু ওই এলাকার ফকির আলীর ছেলে নুর মোহাম্মদ (৫), শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (৪) ও ছোরহাব আলীর ছেলে রিয়াদ (৪)। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওই তিন শিশু বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে কাউনের বিলে গোসল করতে যায়। বিলের পানিতে নেমে তারা খেলতে থাকে। এসময় ২জনের অজান্তেই নূর মোহাম্মদ পানিতে তলিয়ে যায়। এসময় মোহাম্মদ আলী ও রিয়াদ দুজন মিলে নূর মোহাম্মদকে খুঁজতে পানিতে ডুব দিলে তারাও পানিতে তলিয়ে যায়।

এদিকে সন্ধ্যা পার হয়ে গেলেও তারা বাড়ি না আসলে পরিবারের লোকজন তাদেরকে খোঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে বাড়ির পাশে কাউনের বিলে নূর মোহাম্মদের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীদের সহযোগিতায় নূর মোহাম্মদকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এদিকে শেরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও বাকি ২ শিশুকে উদ্ধার করতে না পারায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ময়মনসিংহে ডুবুরিদল রাত সোয়া ৯টায় ঘটনাস্থলে পৌঁছে শেরপুর ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে রাত পৌনে দশটায় একজনের ও সাড়ে ১০ টার দিকে নিখোঁজ অপর শিশুর মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত পরিবারে নেমেছে শোকের ছায়া। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(এসআর/এসপি/জুলাই ১২, ২০১৮)