লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ‘আমাদের নড়াইল আমরাই রাখবো পরিচ্ছন্ন’ - এই শ্লোগানে উদ্ভুদ্ধ হয়ে নড়াইলের লোহাগড়া পৌরসভায় ডাষ্টবিন স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

নড়াইল জেলা প্রশাসন ও নড়াইল এক্রপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্র চত্বরে এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।

পরে লোহাগড়া পৌরসভা কার্যালয়ে মেয়র আশরাফুল আলমের সভাপতিত্বে ও নড়াইল এক্রপ্রেস ফাউন্ডেশনের সদস্য কাজী হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফকির মফিজুল হক,নড়াইল এক্রপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যানের উপদেষ্টা ও মাশরাফি বিন-মোর্তুজার পিতা গোলাম মোর্তুজা স্বপন, যুগ্ন সাধারন সম্পাদক কাজী বসিরুল হক প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এম এম আরাফাত হোসেন, লোহাগড়া থানার ওসি প্রবীর বিশ্বাস, ইন্সপেক্টর(তদন্ত)মনিরুল ইসলাম,প্যানেল মেয়র বুলবুল ইসলামসহ কাউন্সিলরবৃন্দ। পরে প্রধান অতিথি পৌরসভা কার্যালয়ের সামনে একটি ডাষ্টবিন স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, লোহাগড়া পৌর শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রথম দফায় ২০টি ডাস্টবিন বিতরণ করা হয়।

(আরএম/এসপি/জুলাই ১২, ২০১৮)