মংলা প্রতিনিধি : মংলা শহরের পৌর এলাকা প্লাবিত হয়ে দিনের অর্ধেক সময় ধরে হাটু পানিতে
ডুবে থাকছে।

চলতি পূর্ণিমার গোনের দিন বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে অস্বাভাবিক জোয়ারের পানির চাপ। রবিবার জোয়ারের পানিতে ডুবে গেছে মংলা শহর ও শহরতলীর রাস্তাঘাট, দোকানপাট, ঘরবাড়ি ও পুকুর। শহরের প্রধান সড়কগুলোতে বিরাজ করছে হাটু সমান পানি। রাস্তাঘাট ছাড়িয়ে পানিতে ডুবে গেছে দোকান পাট। এমতাবস্থায় চরম দুর্ভোগে পড়েছে লক্ষাধিক পৌরবাসী। পানির চাপে পুকুরের পাশাপাশি তলিয়ে গেছে নিম্ন এলাকার চিংড়ি ঘের। দিনের প্রায় অর্ধেক সময় ধরে শহর তলিয়ে থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েছে লক্ষাধিক পৌরবাসী।

নদী-খাল দখল ও পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় জোয়ারের পানি উঠে তা নামতে না পারায় শহরের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।

এ বিষয়ে মংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী বলেন, শহরে জোয়ারের পানি প্রবেশ বন্ধে ইতিমধ্যে ৩টি খালের মুখে স্লুইস গেট নির্মাণের টেন্ডার শেষে কার্যাদেশ দেয়া হয়েছে। এছাড়া আগামী ৩ মাসের মধ্যে শহর রক্ষা বাধ (বেড়ী বাধ) নিমার্ণের উদ্যেগে নেয়া হবে।

তিনি আরো বলেন, স্লুইস গেট, ড্রেনের মুখে গেট ও বেড়ী বাধ নির্মাণ কাজ সম্পন্ন হলে পৌরবাসী পানির এ দুর্ভোগ হতে মুক্তি পাবে।

(এএইচ/জেএ/জুলাই ১৩, ২০১৪)