বরিশাল প্রতিনিধি : ছেলের মার্কশিট আনতে গিয়ে জেলার উজিরপুরের আটিপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ও তার সহযোগিদের হামলায় আহত হয়ে এক ছাত্রের অভিভাবকরা হাসপাতালে চিকিৎসাধীন। বরিবার বেলা এগারোটায় এই হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. অলি আহাদ।

হামলায় আহত অভিভাবক উপজেলার কাজিরা গ্রামের মোসলেম শেখ জানান, তার ছেলে মেহেদি হাসানের দাখিল পাশের মার্কসিট আনার জন্য অধ্যক্ষ মাওলানা মোবারক আলি ফারুকীকে তার চাহিদা অনুযায়ী এক মাস আগে ৪শ টাকা দিয়েছিলেন। আজ মার্কসিট আনতে গেলে অধ্যক্ষ গড়িমসি করলে কথা কাটাকাটি হয়। এসময় অধ্যক্ষ ও তার সহযোগী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদ্যে ও তার ছেলে মিলে তাকে ও তার স্ত্রী হেনারা বেগমকে(৪৫)পিটিয়ে আহত করে। এখন তারা উজিরপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. অলি আহাদ বলেন, হামলায় আহত দম্পতি তার কাছে এসেছিলেন। আহত অবস্থা দেখে তাদের চিকিৎসা নিতে বলেছি।

তিনি আরো জানান, মার্কসিটে টাকা নেওয়ার কোন নিয়ম নেই। আহত দম্পতিকে লিখিত অভিযোগ করতে বলেছি। এটা পেলে অধ্যক্ষের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

(বিএস/জেএ/জুলাই ১৩, ২০১৪)


১৩.০৭.১৪