স্টাফ রিপোর্টার : ‘লর্ড কার্লাইল আমাদের সীমার মধ্যে বসে মন্তব্য করলে তবেই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা যাবে। আদালত অবমাননার অভিযোগ আনতে হলে ঘটনা ঘটতে হবে বাংলাদেশের মধ্যে।’

বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান এমন কথা বলেন।

খুরশিদ আলম খান বলেন, ‘উনি একজন হাই প্রোফাইল ল’ইয়ার। কিন্তু উনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা অত্যন্ত অসৌজন্যমুলক। তিনি ভারতবর্ষে গিয়ে একটি স্বাধীনরাষ্ট্রের বিচারব্যবস্থা নিয়ে কমেন্টস করবেন, সমালোচনা করবেন এটা সুস্থ কোনো বিবেকবান মানুষ গ্রহণ করবে না।’

দুদকের এই আইনজীবী বলেন, ‘কাগজে যেটুকু জেনেছি উনি এ মামলা নিয়ে কথা বলবেন। এ মামলাটি আপিল পেন্ডিং আছে। আপিলের রায়ে কী হবে সেটা আমরাও জানি না। খালেদা জিয়ার আইনজীবীরাও জানেন না। ট্রায়ালের থাকা একটি মামলা নিয়ে আমরা কোনো মন্তব্য করি না। এখানে রায়ে কী হবে- না হবে তাতো আমরা জানি না। মাত্র এ মামলার আপিল শুনানি শুরু হলো।’

তিনি বলেন, ‘একজন আইনজীবী হিসেবে একটা বিচারাধীন বিষয় নিয়ে জনসম্মুখে কথা বলা আদালত অবমাননার শামিল। একজন সাধারণ মানুষ ভুল করতে পারেন কিন্তু একজন আইনজীবী হয়ে তিনি একজন ব্যারিস্টার তারও তো এটা ভুল হওয়ার কথা না।’

লর্ড কার্লাইল যদি অন্য কোনো দেশে বসে খালেদার মামলার বিষয়ে নিয়ে মন্তব্য করেন সেক্ষত্রে আপনারা তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনবেন কিনা জানতে চাইলে দুদকের আইনজীবী বলেন, ‘আদালত অবমাননার অভিযোগ আনতে হলে ঘটনা ঘটতে হবে বাংলাদেশের মধ্যে। আমাদের সীমার মধ্যে বসে মন্তব্য করলে তবেই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা যাবে।’

তিনি আরও বলেন, ‘যদি লর্ড কার্লাইল জিয়া অরফানেজ মামলার আপিল চলাকালে কোথাও বসে এ মামলা নিয়ে বিরূপ মন্তব্য করেন আর সেটি যদি আমাদের নজরে আসে তাহলে অবশ্যই বিষয়টি আদালতের নজরে আনবো।’

(ওএস/এসপি/জুলাই ১৩, ২০১৮)