নওগাঁ প্রতিনিধি : বসত্র ও পাটমন্ত্রী মো. ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বিদুৎ খাতে অভাবনীয় উন্নতি হয়েছে। বিদুৎ উৎপাদনের পাশাপাশি নতুন সংযোগ দেয়ায় লোডশেডিং এর হারও কমে গেছে।

বিগত বিএনপি সরকার মানুষকে শুধু খাম্বাই দিয়েছে, কিন্তু বিদুৎ দিতে পারে নি। আর বর্তমান শেখ হাসিনার সরকার নিরবিচ্ছিন্ন বিদু ̈ৎ সরবরাহের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মন্ত্রী আরো বলেন, এ সরকারের আমলেই প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দেয়া হবে। কোনো ষড়যন্ত্রই সরকারের উন্নয়নের এই ধারাকে বাধাগ্রস্থ করতে পারবে না।

রবিবার দুপুরে জেলার মান্দা উপজেলার ছোটবেলালদহ গ্রামে আয়োজিত সমাবেশে ১৩টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউএনও শাহানা আখতার জাহান, নওগাঁ পল্লী বিদু ̈ৎ সমিতির জেনারেল ম্যানেজার নুরুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার জসিম উদ্দিন, সহসভাপতি বিষ্ণুপদ সরকার কার্তিক, বধহানী সুলতান গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার ছোটবেলালদহ, বড়পই, সাহাপুর জংলীপাড়া, চকউমেদসহ ১৩টি গ্রামের ১২ দশমিক ১৮ কিলোমিটার এলাকায় নতুনভাবে এ বিদু ̈ৎ সংযোগ দেয়া হয়েছে। আরআরডিপিএ-১ এবং ১.৮ মিলিয়ন গ্রাহক বৃদ্ধি প্রকল্পের আওতায় ৮১ লাখ, ৮০ হাজার ৯৬০ টাকা ব ̈য়ে ৫৭৭টি মিটারের মাধ্যমে এ সংযোগ দেয়া হয়।

(বিএম/জেএ/জুলাই ১৩, ২০১৪)