কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে অজ্ঞাত এক শিশু (৩) নিহত হয়েছে। রবিবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন পশ্চিম বেলাশহর এলাকার ঊষা জুট মিল গেইট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম জানা যায়নি। তবে সে দেবিদ্বার উপজেলার আসাদনগর গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আব্দুল কাদের মাষ্টার (৩৫), তার স্ত্রী শেফালী বেগম (২৮), একই উপজেলার সুরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩০), তার স্ত্রী নিলুফা বেগম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টায় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ডোভা পরিবহনের যাত্রীবাহী একটি বাস একই মুখী একটি সিএনজি অটোরিক্সাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষনিক ভাবে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. আব্দুল আল-মামুন জানান, এক শিশুসহ আহত ৫ জনকে হাসপাতালে আনার পর তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মুত্যু ঘটে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিক্সা আটক করে ফাঁড়িতে আনা হয়েছে। তবে বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

(এইচকে/জেএ/জুলাই ১৩, ২০১৪)