গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শনিবার (১৪ জুলাই) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হয়েছে। 

প্রথম রাউন্ডে এ উপজেলার পৌরসভাসহ ১০ টি ইউনিয়নে ২৬৭টি কেন্দ্রে ৫৬ হাজার ১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ওইদিন সকালে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’র কেন্দ্র পরিদর্শনকালে নিজ হাতে শিশুদের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ান ইউএনও ফারহানা করিম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ১টি কেন্দ্রসহ এ উপজেলার ১০টি ইউনিয়নে ২৪১টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।

গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, পৌরসভায় ২৪টি অস্থায়ী ও ২টি ভ্রাম্যামান কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

(এসআইএম/এসপি/জুলাই ১৪, ২০১৮)