গাইবান্ধা প্রতিনিধি : "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না সুন্দরগঞ্জে বৃদ্ধা মা-মেয়ের মানবেতর জীবন যাপন।

গাইবান্ধা সন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটিপাড়া নিবাসী মৃতঃ মাহমুদ আলীর স্ত্রী মইভান বেগম (৭৫) ও তার মেয়ে আমেনা বেগম (৫৫)(স্বামী পরিত্যক্ত) দীর্ঘদিন হলো বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় অনাহারে-অর্ধহারে মানবেতর জীবন যাপন করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন হতে ভাঙ্গাঘরের এক কোনে জরাজীর্ণ অবস্থায় বিছানায় শুয়ে কাতরাচ্ছে মা মইভান আর উঠানে (আঙ্গিনায়) কাতরাচ্ছে আর আর্তনাদ করছে তার মেয়ে আমেনা। তাদের শরীরে বস্ত্র বলতে ছেঁড়া ছায়া,ব্লাউজ ছাড়া কিছু নাই যা আমাদের সমাজব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং অতি দুঃখজনক ঘটনা।

আরো জানা যায়, তাদের পরিবারে উপার্জন করার মতো কোন পুরুষ মানুষ নাই। একমুঠো ভাত দেবার মতো নিজের কেউ নাই। প্রতিবেশীরা দয়া করে যে খাবার দেয় তাই খেয়ে না কোনরকমে জীবনযাপন করছে। কখনো না খেয়েই কাটে দিনরাত। এমন মানবেতর জীবন যাপনে মা ও মেয়ে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। অসহায় মা মেয়ে বিনা চিকিৎসায় না খেয়ে মরতে চায় না।তারা সমাজের বিত্তবান মানুষদের কাছে সাহায্যের আবেদন করেছে।এমন অবস্থায় সকলের একটু সাহায্যই তাদের বেঁচে থাকার আশা জাগাবে।আসুন সবাই মিলে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই।


(এসআইআর/এসপি/জুলাই ১৪, ২০১৮)