আমরা বাঙালি,
পহেলা বৈশাখে আমরা আরো বাঙালি হই...
আমরা পান্তাভাত খাই,
ইলিশ মাছ খাই,
কাচা মরিচ খাই,
আর যদি ঝাল লাগে খুব, তবে বলি—
“Oh My God, it’s so hot...so hot!”

তারপর খবর আছে, এই দিনে সুখ
মদিনা সনদে চলি,
হেফাজত আদর দিছে, হে বন্ধু আমার
তেতুল জবর খুশি, ইহা নওরোজ হ্যাঁয়।

হাঁ, আমরা এমন ছিলাম, হুজুগে বাঙ্গাল,
গোবরে পদ্মফুল,
সকালে উঠিয়া মনে মনে বলি
একদিন যেন... মাত্র একদিন যেন
বাঙালি হয়ে চলি।