বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে স্বাদুপানির ঝিনুক ও শামুক সংরক্ষণে ৩ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রে এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন চিংড়ি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহম্মেদ।

প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষক হিসেবে রয়েছেন, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, এইচ এম রাকিবুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মতিউর রহমান, সাবরিনা খাতুন, রাখি দাস, শরিফুল ইসলাম। প্রশিক্ষন কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(এসএকে/এসপি/জুলাই ১৪, ২০১৮)