নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সদরের কেন্দ্রীয় রথবাড়ী থেকে জগন্নাথদেব, বলরাম ও শুভদ্রার প্রতিকৃতি নিয়ে মুহূর মুহু উলুধ্বনি আর বাদ্যযন্ত্র বাজিয়ে পূণ্যের আশায় কেন্দ্রীয় কালীবাড়ি পর্যন্ত পথ রশি বেধে রথ টেনে নিয়ে যায় শত শত নারী ও পুরুষ ভক্তরা ।

অন্যদিকে উপজেলার মামুদনগরে শম্ভুনাথ সাহার বাড়ির রথযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) খন্দকার আবদুল বাতেন। মামুদনগর ব্রিজ থেকে সনাতন ধর্মালম্বী ভক্তরা রথ টেনে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়ে আনন্দ উল্লাস করেন।

এসময় কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ন শীল, রামেন্দ্র সুন্দর বোস, নীরেন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন।

রথ দেখা ও কলা বেচা প্রবাদ বচন অনুযায়ী নাগরপুরে রথযাত্রা উৎসবে বিভিন্ন এলাকার লোকজনের সমাগমে বসেছিল মেলা। এছাড়া উপজেলার আগদিঘুলিয়ায় রথযাত্রা উৎসব পালনের খবর পাওয়া গেছে।

(আরএসআর/এসপি/জুলাই ১৪, ২০১৮)