মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আটক করতে গিয়ে ডিবি পুলিশের এক কনস্টেবল নিজেই আটক হয়েছেন। পরে ওই ডিবি পুলিশকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান অসুস্থতার কারণে মেহেরপুর আদালত চত্বর হয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন।

এসময় গোয়েন্দা পুলিশের সদস্য আমিরুল মোমিনিন রিকশার হ্যান্ডেল চেপে ধরে ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পরেও ম্যাজিস্ট্রেটকে ওই কনেস্টবল অসম্মানজনক ভাষায় কথা বার্তা বলেন এবং আটক করার চেষ্টা চালান।

পরে ম্যাজিস্ট্রেট মতিউর রহমান পুনরায় তার নিজ এজলাসে ফিরে গিয়ে পুলিশের মাধ্যমে ডিবির ওই কনস্টেবলকে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে দণ্ডবিধির ৩৫২ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

(ওএস/অ/জুলাই ১৩, ২০১৪)