দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজে রবিবার সকালে পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ সনাক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের যূগ্ম-সাধারণ সম্পাদক মানিক সরকার নীলের পৃষ্ঠপোষকতায় কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে কলেজ চত্বরে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সনাক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রক্তের গ্রুপ সনাক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মো. জিল্লর রহমান।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মানিক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার নীল, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দৈনিক দেশ মা’র নিজস্ব প্রতিবেদক প্লাবন শুভ, ছাত্রনেতা মেহেদী হাসান বাবু, তুহিন সরকার, রিফাত হোসেন, সাকিব হোসেন, স্বাধীন রহমান, শাওন হোসেন প্রমুখ। এতে কলেজের পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্ত করা হয়।

(এসিজি/এসপি/জুলাই ১৫, ২০১৮)