সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জনাব তৌছিফ আহমেদ গতকাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ ট্রাক শ্রমিককে সরকারি আদেশ অমান্য করায় বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারার আলোকে ১ মাসের কারাদণ্ডদেশ প্রদান করেন। 

আসামিরা হলেন- আলামিন মল্লিক (৩০), নাজমুল ইসলাম (১৮) ও নাজমুল সামা (২৮)।

জানা যায়, শনিবার দিবাগত রাত্রে গলাচিপা বদনাতলী ফেরিঘাট থেকে ট্রাকটি অবৈধ বাগদা ও গলদা রেনু পোনা পাচারকালে মাটিভাঙ্গা এলাকা থেকে গলাচিপা থানা পুলিশ ট্রাকটি আটক করে। পরে রবিবার বিষয়টি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পুলিশ বিষয়টি অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গলাচিপা ফেরিঘাটে অবৈধ ২ লক্ষ ৬০ হাজার রেনু পোনা গলাচিপা নদীতে অবমুক্ত করে। রেনু পোনার ২৬ টি এ্যালুমিনিয়াম পাতিল, উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করে সমুদয় টাকা সরকারি কোষাগারে জমা করে এবং যশোর-ট-১১-৩৫০২ ট্রাকটি থানা হেফাজতে রাখা হয় এবং আসামীদের পুলিশ জেল হাজতে প্রেরণ করে।

(এসডি/এসপি/জুলাই ১৫, ২০১৮)