টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মাদক দ্রব্য সেবন করার অপরাধে নারীসহ ১৪জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আলাদত। আজ রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত জাহান এ আদালত পরিচালনা করেন।

টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুস মৃদা বলেন, টাঙ্গাইল সদর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক সেবনকালে ১৪জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, কুটুরিয়া এলাকার বক্কর মোল্লার ছেলে জিয়াউর রহমান (৩৪), কান্দাপাড়া এলাকার মনু মিয়ার ছেলে আশরাফ (৩০), কলেজপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে রফিকুল ইসলাম (৩০), কাগমারী এলাকার আব্দুল হোসেনের ছেলে সুমন (৩৮), কচুয়াডাঙ্গা এলাকার শামসুল হকের ছেলে রনি (৩০), পাড়দিঘুলিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে রাশেদ আনোয়ার (৩৫), একই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ হোসেন শাকিল (৩৬), একই এলাকার সোনাউল্লাহ পোড়ামানিকের ছেলে আলম পোড়ামানিক (৩৭), একই এলাকার আলম ভূইঞার ছেলে উজ্জল ভূইঞা ও বীরকুষিয়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

(এনইউ/এসপি/জুলাই ১৫, ২০১৮)