জামালপুর প্রতিনিধি : জামালপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনরোধ ও ক্ষতিগ্রস্থদের পুণর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শহরের হরিপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সোমবার সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে মেহেদী হাসান আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় কাউন্সিলর ফজলুল হক, সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা,ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান সুজন, ক্ষতিগ্রস্থ রেনু বেগম, রুবেল মিয়া, ময়নাল আকন্দ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদে ২০/২৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদীগর্ভে ১৫টি বাড়ীসহ অসংখ্য গাছপালা বিলিন হয়ে গেছে। হুমকীর মুখে পড়েছে জামালপুর-ময়মনসিংহ সড়ক। ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ,নদী ভাঙ্গন রোধ ও ক্ষতিগ্রস্থদেও পুণর্বাসনের দাবী জানিয়েছে বক্তারা।

অন্যাথায় সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষাণার আল্টিমেটাম দিয়েছে তারা।

(আরআর/এসপি/জুলাই ১৬, ২০১৮)