গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলায় ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।

পরে স্টলগুলো পরিদর্শন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বক্তব্যের শুরুতে ফলদ বৃক্ষ মেলার প্রতিপাদ্য বিষয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপজেলা আওয়ামী লীগের আহবায়ক টি.আই.এম মকবুল হোসেন প্রামানিক।

এসময় আরোও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সাজেদুল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবীর মুকুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঃ মান্নান মন্ডল, পৌর সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, সাধারণ সম্পাদক এম এ আউয়াল বিএসসি, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু ও ছাত্রসমাজ সভাপতি শাহসুলতান সরকার সুজন প্রমুখ।

(এসআইআর/এসপি/জুলাই ১৬, ২০১৮)