সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় নাজমুন নাহার আছে কি মরে গেছে পরিবারে এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে নাজমুন নাহারের মা কাকুলী বেগম প্রতিবেদককে জানান, আমার মেয়ে আছে না মরে গেছে তা অদ্যবধি জানতে পারি নি। এ নিয়ে এখন পরিবারটি শোকে মাতোয়ারা হয়ে আছে। এ বিষয়ে গলাচিপা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন বলে জানান।

উল্লেখ্য, গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের ৯ নং ওয়ার্ডের সোনামিয়া হাওলাদারের মেয়ে নাজমুন নাহার (২২)। স্বামী হচ্ছেন গজালিয়া ইউনিয়নের চর চন্দ্রাইল গ্রামের ০৫ নং ওয়ার্ডের সিকদার বাড়ির মো: মহিউদ্দিন সিকদার।

ঘটনা সূত্রে জানা যায় গত ৫ জুলাই/১৮ ইং তারিখ সকাল আনুমানিক ১১ টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলে স্বামীর বাড়িতে না পৌঁছাইলে তার শ্বাশুড়ি মেয়ের বাবাকে ফোন করে যে, আপনার মেয়ে আমার বাড়িতে আসে নি। পরে মেয়ের বাবা আত্মীয়-স্বজন এবং বাড়ির আশেপাশে অনেক খোজাখুজির পর কোন সন্ধান না পেয়ে মেয়ের মা কাকুলী বেগম গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করে যার নং- ২৩৬/১৮।

এ বিষয়ে মেয়ের মা জানান, আমার মেয়ে গত ৩ বছর পূর্বে চর চন্দ্রাইল বিবাহ দেই। তার স্বামী বিদেশ থাকায় বেশির ভাগ সময় মেয়েটি আমাদের বাড়িতেই থাকত। আমার বাড়িতে থাকিয়া গলাচিপা ডিগ্রি কলেজে বি,এ (২য় বর্ষে) লেখাপড়া করত। যদি কোন ব্যক্তি তাদের সন্ধ্যান পান তাহলে ০১৭৬৮-১৬৬৭৬৩ অথবা ০১৭২০-৪৯৪৬১৯ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

(এসডি/এসপি/জুলাই ১৬, ২০১৮)