স্পোর্টস ডেস্ক : ফাইনাল ম্যাচে ফ্রান্সের গতিশীল ফুটবলের কাছে আর পেরে উঠেনি ক্রোয়েশিয়ার পজেশনাল ফুটবল। গতকাল রাতে মস্কোর লুঝনিকিতে ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে খেললেও শেষ পর্যন্ত কাজের কাজটি করে ফ্রান্সই।

ফ্রান্সের এই গতিশীল ফুটবলের অন্যতম কাণ্ডারি হলেন তরুণ তুর্কি কাইলিয়ান এমবাপে। মূলত এক গতির কাছেই যেন খাবি খাচ্ছিল বিশ্বকাপের ফ্রান্সের বিপক্ষে নামা প্রতিপক্ষের রক্ষনভাগের খেলোয়াড়েরা। অবশ্য তার স্বীকৃতও পেয়েছেন এমবাপে। পেয়েছেন টুর্নামেন্ট সেরা উদীয়মান তারকার পুরষ্কার।

তবে ব্যাক্তিগত সাফল্যকে পেছনে ফেলে এমবাপে এখন ব্যস্ত বিশ্বকাপ জয়ের আনন্দে। জয়ের আনন্দ উৎসবে মাঝে সাংবাদিকদের ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার জানান, 'আমি খুব খুশি। এখানে পৌঁছাবার রাস্তাটা খুব বড় ছিল, তবে এটা আমাদের প্রাপ্য। আমরা নিজেদের খুব ভাগ্যবান মনে করছি যে আমরা আমাদের দেশবাসীকে আনন্দিত করতে পেরেছি। আমাদের যেই কাজ করতে দেওয়া হয়েছিল আমরা ঠিক সেটাই করেছি তাদের জন্য।’

এমবাপে আরও বলেন, ‘তবে আমি এর চেয়েও আর ভাল কিছু করতে চেয়েছিলাম। তবে বিশ্বকাপ জয়ের উপরে তো আর কিছু হতে পারেনা। তাই এখন আমরা শুধু জয়োৎসব করবো। এটাই আমার জীবনের লক্ষ্য ছিল। আর আমি তা করতে পেরেছি। আমি গোল করতে পেরে খুশি। তবে আমার মূল আনন্দ হল আমার সতীর্থরা। আজ আর আমি ঘুমাতে পারবোনা, কেননা এটা জয়োৎসবের সময়।’

(ওএস/এসপি/জুলাই ১৬, ২০১৮)