রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে।এ ঘটনায় পুলিশের এসআইসহ আরো ৪ জন আহত হয়েছে। সোমবার ভোরে টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউর রহমান জানান, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশের একটি দল রাজশাহী বাগমারা থেকে ভিকটিম উদ্ধার করে নিয়ে আসার সময় শহরের কুমুদিনী কলেজ মোড় এলাকায় পৌছালে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়।এ ঘটনায় পুলিশের এক এসআই, কনস্টেবল ও মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলো-জান্নাতুল ফেরদৌস, ফারুক ও মিরাজুল ইসলাম। এদের বাড়ি নারায়নগঞ্জের সোনারগাঁও থানার ভাটি বন্দর এলাকায়। নিহতদের লাশ টাঙ্গাইল মর্গে রাখা হয়েছে এবং দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে বলে জানা যায়।

(আরকেপি/এসপি/জুলাই ১৭, ২০১৮)