দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার পল্লীতে আব্দুস সামাদ (৩৮) নামে এক কৃষি খামার শ্রমিককে নৃশংসভাবে হত্যা করেছে আদিবাসীরা।

রবিবার দুপুরে সদর উপজেলার একবারপুর গ্রাম থেকে আব্দুস সামাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। তবে হত্যার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ জানায়।

আব্দুস সামাদ দিনাজপুর সদর উপজেলার নশিপুর গ্রামের মৃত কলিমউদ্দীনের পুত্র। সে নশিপুর পাট বীজ খামারের একজন নিয়মিত শ্রমিক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুস সামাদকে গত রাতে পাশ্ববর্তী একবারপুর গ্রামের আদিবাসী সোম মর্মু, সাগর মর্মু, মাতলা মার্ডি ও মানিক মার্ডিসহ কয়েকজন আদিবাসী বাড়ীর উঠানে গাছে বেঁধে বল্লম, তীর ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে। পুলিশ জানায়, পরকীয়ার কারনে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে।

(ওএস/অ/জুলাই ১৩, ২০১৪)