স্পোর্টস ডেস্ক : সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই তারা ঘুরে দাঁড়ায়। সমতা ফিরিয়ে আনে সিরিজে।

প্রথম ম্যাচে ৮ উইকেট ও প্রায় ১০ ওভার হাতে রেখে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেই বদলা নিয়ে নেয় ইংল্যান্ড। তাদের জয়ের ব্যবধান ছিল ৮৬ রানের। শেষ ম্যাচে যারা জিতবে তাদের হাতেই উঠবে সিরিজ সেরার ট্রফি। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব ও ইয়ুজভেন্দ্র চাহাল।

ইংল্যান্ড একাদশ: জেমস ভিনস, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান, বেন স্টোকস, জশ বাটলার, মঈন আলি, ডেভিড উইলি, আদিল রশিদ, লিয়াম প্লাংকেট ও মার্ক উড।

(ওএস/এসপি/জুলাই ১৭, ২০১৮)