স্পোর্টস ডেস্ক, ঢাকা : সবচেয়ে ধারাবাহিক দল জার্মানি মোট আটবার খেলছে ফাইনালে। জার্মানদের এবারের বিশ্বকাপ অভিযানটা খুব সহজ ছিলো না। ব্রাজিল ও পর্তুগালের বিপক্ষে বড় জয় পেলেও ঘানা, ইউএস ও আলজেরিয়ার বিপক্ষে বেশ ঘাম ঝড়াতে হয়েছে তিনবারের বিশ্বচ্যাপিয়নদের। এবারে এক নজর এবারের টুর্নামেন্টে জার্মানির পারফর্মেন্সের ওপর।

জার্মানি ফেভারিট হিসেবেই আসর শুরু করে। গ্রুপপর্বে তিন বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল রোনালদোর পর্তুগাল, ঘানা ও ইউএসএ। জার্মানরা প্রথম ম্যাচে পর্তুগালকে বিধ্বস্ত করে ৪-০ গোলে।

কিছুটা ছন্দপতন ঘটে পরের ম্যাচেই। ওয়াকিম লো’র দলকে রুখে দেয় ঘানা। আফ্রিকান দলটির সঙ্গে ২-২ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় লাম-মুলারদের।

শেষ ম্যাচে ইউএসএ’কে হারায় জার্মানি। জার্মানদের কষ্টার্জিত জয়টা ১-০ ব্যবধানের।

রাউন্ড অব সিক্সটিনে জার্মানির প্রতিপক্ষ ছিল আলজেরিয়া। শেষ আটে পৌছোতে বেশ বেগ পেতে হয় ইউরোপিয়ান জায়ান্টদের। অতিরিক্ত ৩০ মিনিটে শুর্লে ও ওজিলের গোলে ২-১ ব্যবধানের জয় পায় জার্মানি।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বাঁধা টপকে যায় ম্যাট হামেলসের একমাত্র গোলে।

জার্মানি তাদের সেরাটা যেনো তুলে রেখেছিল সেমিফাইনালের জন্য। স্বাগতিক ব্রাজিলকে উপহার দেয় তাদের ইতিহাসের সবচেয়ে বড়ো হারের লজ্জা। ৭-১ গোলের অবিশ্বাস্য জয়ে পা রাখে ফাইনালে।

(ওএস/পি/জুলাই ১৩,২০১৪)