সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া  (নেত্রকোনা) : দন্ত চিকিৎসক না হয়েও সাধারন জনগনের কাছে বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়ায় নূরে আলম নামের এক ভূয়া হাতুড়ে চিকিৎসকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

ভোক্তা অধিকার আইনে মঙ্গলবার সন্ধ্যার আগে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুকতাদিরুল আহমেদ বলাইশিমুল ইউনিয়নের আমলিতলা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানার টাকা আদায় করেন।

ভূয়া চিকিৎসক নূরে আলমের বাড়ি আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামে অপরদিকে একই বাজারে লাইসেন্স ছাড়া ওষুধের ব্যবসা করে আসায় মনিন্দ্র সরকার নামের এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। মনিন্দ্র সরকারের বাড়ি কেন্দুয়া উপজেলা আশুজিয়া গ্রামে।

(এসবি/এসপি/জুলাই ১৭, ২০১৮)