কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নিষিদ্ধ পলিথিন ব্যাগে চাউল রাখায় অভিযান চালিয়ে এক রাইচ মিলমালিক ও দুই চাউল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রাসেল ও পার্থ প্রতীন শীল।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন- বিত্তিপাড়া এলাকার শমসের রাইচ মিলের মালিক শমসের খাঁন, চাউল ব্যবসায়ী আবুল কালাম ও রিয়াজুল হক।

কুষ্টিয়া পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সোহরাব আলী বিশ্বাস জানান, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে উক্ত এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় পাটের বস্তার পরিবর্তে নিষিদ্ধ পলিথিন ব্যাগে চাউল রাখার দায়ে শমসের রাইচ মিলের মালিক শমসের খাঁনকে বিশ হাজার টাকা, চাউল ব্যবসায়ী আবুল কালামকে পাঁচ হাজার টাকা ও রিয়াজুল হককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

(কেকে/এসপি/জুলাই ১৭, ২০১৮)