স্পোর্টস ডেস্ক : ট্রেন্টব্রিজে তিন উইকেটে ১৬৭ রানে দিন শুরু করে ভারত। বিরাট কোহলি (৮) ও অজিঙ্কা রাহানে (১৮) দিন শুরু করেন।

তবে স্কোরবোর্ডে এক রান যোগ করতেই সাজঘরে ফিরেন কোহলি। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডাব্লিউ শিকার হন কোহলি। ক্রিজে থাকা রাহানেও বেশিক্ষণ টিকতে পারেনি। দলীয় ১৭৩ রানে রাহানে পেসার ব্রডের দ্বিতীয় শিকারে পরিণত হন।

ব্রডের পর ভারত শিবিরে আঘাত করেন প্ল্যাঙ্কেট। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে ১১ রানে সরাসরি বোল্ড করেন প্ল্যাঙ্কেট। ১৮৪ রানে ৬ উইকেট হারানো ভারত অল্পরানে গুটিয়ে যাবার সম্ভবনা তৈরি হয়। সেখান থেকে দলকে টেনে তুলেন রবিন্দ্রর জাদেজা ও স্টুয়ার্ট বিনি।

সপ্তম উইকেটে ২১ ওভারে ৬৫ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। ১৩০ বলে জাদেজা ৩১ রান করে এন্ডারসনের শিকার হন।

এরপর অষ্টম উইকেটে আবারো দলের হাল ধরেন বিনি। তাকে সঙ্গ দেন ভুবনেশ্বর কুমার। ১৯.৫ ওভারে ৯১ রানের জুটি গড়েন এই দুই ভারতীয় ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে বিনি ১৬৪ বলে ৭৮ রান করেন।
এ জন্য আটটি চার ও একটি ছক্কা হাঁকান ডানহাতি এই অলরাউন্ডার।

বিনি দলীয় ৩৪০ রানে বিদায় নিলেও ভুবনেশ্বর কুমার ৬৩ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৯১ রান তুলে নেয় ভারত।

এরপর দুই দলের সম্মতিতে ম্যাচ ফলাফল অমীমাংসিত থাকে। ম্যাচ সেরা নির্বাচিত হন জো রুট।
আগামী ১৭ জুলাই লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

(ওএস/এস/জুলাই ১৪, ২০১৪)