১. ওদের ব্যঙ্গাত্নক হাসি প্রতিটা মুহূর্তে অামাকে প্রতিভাবান করে তোলে।

২. অামি জন্মেছিলাম জিততে
একদিন মৃত্যুও নেবো জন্মকে জিতে।

৩. মনে রেখো, স্বপ্নকে কখনো ধরা যায় না, তবে স্বপ্ন দেখবার অদম্য স্বপ্ন থাকলে লক্ষ্যকে ধরা যায়।

৪. মানুষের মাঝে থেকে অামার মানুষ হওয়া হলো না

৫. কখনো যদি জমিনের মাটিতে কোনো বৃক্ষ নাও রোপন করতে পারি, তবু কথা দিলাম- যতোদিন বাঁচব তোমাদের ভালোবেসে হৃদয়ের ভূমিতে ভালোবাসা রোপন করে যাব…

৬. মৃত্যু মানেই দেহত্যাগ অার জন্ম মানেই মৃত্যুর অাগে অামৃত্যু অারেক জীবন্ত মৃত্যু ভোগ!

৭. তোমরা প্রত্যেকে কী ভীষণ অাগুন হতে চাও!
অার অাজন্ম নির্বোধ বোকা অামি- জল হয়ে অাগুন পোড়াতে যাই…

৮. প্রতিটা মানুষ মাতৃ জরায়ুর সময় থেকে প্রচণ্ডভাবে অামৃত্য মৃত্যুর মতো একা

৯. তুমি ফুল হও, ফুল হয়ে ফোটো
সুবাস হয়ে তুমি পৃথিবীকে লুটো।

১০. যে অাজও অামার পরিচয় পায়নি
তাকে বলে দাও— অামি তাকে চেয়েছি, কবিতা চায়নি।