গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে বুধবার সকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার। লিখিত বক্তব্যে তিনি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেয়া বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে সাংবাদিকদের অবহিত করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গোবিন্দগঞ্জে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো, উপজেলা ব্যাপী মাইকিং এর মাধ্যমে প্রচারণা, র‌্যালী, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবাায়নে মোবাইল কোর্ট পরিচালনা, চিত্রাংকন প্রতিযোগিতা, জনবহুল স্থানে উবুদ্ধকরণ প্রামান্যচিত্র প্রদর্শন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি গোপাল মোহন্ত, চ্যানেল আই গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, বিজয় টিভি জেলা প্রতিনিধি ডিপটি প্রধান, সাংবাদিক অজয় চাকী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

(এসআরডি/এসপি/জুলাই ১৮, ২০১৮)