ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ বীর শহীদদের স্মৃতির সম্মানে ত্রিশ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলার চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আনার কলি নাজনীন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান প্রধান শিক্ষক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৭টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ২৩টি মাদ্রাসা, ২টি কলেজে ২৩টি করে ও ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ে ১৬টি করে মোট ৩ হাজার ৪’শ ৩৬টি বৃক্ষের চারা রোপন করা হয়।

(এনআইএম/এসপি/জুলাই ১৮, ২০১৮)