রাজশাহী প্রতিনিধি : পাচারকালে দেশীয় বিরল ২৬০টি বিভিন্ন প্রজাতির বন্যপাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর একটি দল।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজু নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার পাখিসহ তাকে আটক করা হয়।

পরে পগাদাগাড়ী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) ভ্রাম্যমাণ আদালতে রাজুকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে রয়েছে ৮০ টি লালমাথা টিয়া, সাতটি বাবুই, ৮৫ টি কালোমাথা মুনিয়া, ৬২টি চান্দিঠোঁট মুনিয়া এবং ২৬ টি তিলা মুনিয়া।

প্রচণ্ড গরমে চট দিয়ে খাঁচায় মুড়িয়ে রাখার কারণে কয়েকটি পাখি মারা যায়। এছাড়া অবশিষ্ট পাখিগুলোকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগে এনে চিকিৎসা ও পরিচর্যা করা হচ্ছে।

অসুস্থ পাখিগুলো বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রি বিভাগের ডা. হেমায়েতুল ইসলাম আরিফের তত্ত্বাবধানে বন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

(ওএস/এস/জুলাই ১৪, ২০১৪)