দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার সকালে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কৃষি মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। অধ্যক্ষ মো. মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন এবং কৃষি মেলার তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ।

মুক্তিযুদ্ধে আত্মদানকারি বীর শহীদদের সম্মানে দেশব্যাপী ত্রিশ লাখ বৃক্ষচারা রোপণের অংশ হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, সংঘ-সমিতি, সরকারি-বেসরকারি দপ্তর, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ব্যক্তি বিশেষের মাঝে বিনামূল্যে ছয় হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করেন।

মেলায় সরকারি ও বেসরকারিসহ ব্যক্তি বিশেষের ২০টি স্টল স্থান পেয়েছে। মেলার উদ্বোধনের পর থেকেই বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় জমেছে। এদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা আধিক্য রয়েছে।

(এসিজি/এসপি/জুলাই ১৮, ২০১৮)