কুষ্টিয়া প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশে যখন মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করছে সরকার। ঠিক তখনই কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে কলেজ চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। 

আজ বুধবার (১৮ জুলাই) সকালে এ নিশেধাজ্ঞা জারী করে কলেজ কর্তৃপক্ষ। এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।

নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, ডিজিটাল বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার করতে পারবো না কেনো। আমরা তো ক্লাসে মোবাইল ব্যবহার করি না। আমাদের ক্যাম্পাসে ফোন ব্যবহার করলে তো কোন সমস্যা নেই। এছাড়া আমাদের কাছে মোবাইল ফোন পেলে তা কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে। আমাদের সাথে অনেকেই আছে যারা শহরের বাইরে থেকে কলেজে আসে।

এ বিষয়য়ে জানতে চাইলে কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান জানান, ক্লাস চলাকালীন সময়ে মেয়েরা মোবাইল ফোন ব্যবহার করে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমরা কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছি।

(কেকে/এসপি/জুলাই ১৮, ২০১৮)