প্যারিস, ফ্রান্স : আসন্ন সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে ঘড়ি প্রতীক নিয়ে নাগরিক ফোরাম মনোনীত প্রার্থী এডভোকেট জোবায়ের এর সমর্থনে প্যারিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল আয়োজিত এ সভা থেকে বক্তারা বলেন বিগত দিনে বিভিন্ন ক্ষেত্রে সিলেট নগরীর উন্নয়ন হলেও কাংখিত উন্নয়ন থেকে নগরবাসী আজো বঞ্চিত। রাস্তাঘাট এর উন্নয়ন, শ্রমবাজার সৃষ্টি, জনমানুষের নিরাপত্তা সহ জলাবদ্ধতা মুক্ত আধুনিক সিলেট নগরীর উপহার একমাত্র এডভোকেট জোবায়ের ই দিতে পারবেন। তারা বলেন জোবায়ের এর রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিচ্ছন্ন ইমেজ তাকে অন্যান্য প্রার্থীর চেয়ে জনমানুষের কাছে অধিক প্রিয় করে রেখেছে।

ফ্রান্সে বসবাসরত সিলেট প্রবাসীদের নিয়ে জাগ্রত সিলেটবাসীর আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন মিনহাজুল ইসলাম চৌধুরী। আলোচনা সভা পরিচালনা করেন বদরুল ইসলাম এবং আলোচনায় সভায় এডভোকেট জোবায়ের এর পক্ষে সমর্থন চেয়ে ফ্রান্স ও ইউরোপে বসবাসরত সিলেট প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন শাহাব উদ্দিন ,হোসাইন উদ্দিন। এসময় কোরান তেলাওয়াত করেন আশিক আহমদ।

আলোচনা সভা থেকে বক্তারা বলেন গতানুগতিক রাজনীতির বাইরে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করলে বাংলাদেশের চেহারা বদলে যাবে।

(এটি/এসপি/জুলাই ১৯, ২০১৮)