কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে কাপাসিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৭ দিন ব্যাপী মৎস্য সপ্তাহ অনুষ্ঠানমালা শুরু হয়েছে। সকালে কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি র‌্যালী ও পুকুরে মাছ অবমুক্ত করে ৭দিন ব্যাপী কমসুচির উদ্ভোধন করেন।  

পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য খামারীদের সমন্বয়য়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার মো: মাকছুদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কার মিঠু,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ জহিরুল আমীন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা পরিষদের সমস্য মাহবুব উদ্দিন সেলিম, কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন প্রধান,উপজেলঅ সহকারী সৎস্য অফিসার মো. মুজিবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে শ্রেষ্ঠ মৎস্যজীবি ও শ্রেষ্ঠ খামারীদের পুরস্তার দেয়া হয়।

(এসকেডি/এসপি/জুলাই ১৯, ২০১৮)