মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : ‘‘স্বয়ংসম্পূর্ন মাছে দেশ বঙ্গুবন্ধুর বাংলাদেশ’’এ স্লোগানকে সামনে রেখে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মির্জাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের এক বর্নাঢ্য র‌্যালি,উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা চত্বর থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।

উপজেলা মৎস্য সহকারি মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুগলীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মহাসিন মৃধা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মেহেদি হাসান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক মোঃ আবুল বাসার নাসির প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মৎস্য সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে, স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময়,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা ও প্রামান্যচিত্র প্রদর্শনী, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ফরমালিন বিরোধী অভিযান, বিভিন্ন স্কুল-কলেজে মৎস্যচাষ আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শন, হাটবাজার অথবা জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরন সভা এবং সবশেষে মৎস্য সপ্তাহ মূল্যায়ন ও পুরস্কার বিতরন অনুষ্ঠান।

(ইউজি/এসপি/জুলাই ১৯, ২০১৮)