নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : “স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে। 

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তি করেন স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজাযেত হোসেন, উপজেলা মৎস্য অফিসার (অ:দা:) মো. নাছির উদ্দিন প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএসআর/এসপি/জুলাই ১৯, ২০১৮)