স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা পাশের ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। 

এই বোর্ডে এবার মোট পাশের হার ৬০ দশমিক ২১ শতাংশ। যার মধ্যে ছেলেদের পাশের হার ৫৬ দশমিক ২২ এবং মেয়েরা ৬৪ দশমিক ৫১ শতাংশ। গতবারের চেয়ে এবার পাশের হার কমে গেছে।গতবছর (২০১৭) পাশের হার ছিলো ৬৫ দশমিক ৪৪ শতাংশ।

দিনাজপুর বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২হাজার ২’শ ৯৭জন শিক্ষার্থী যার মধ্যে ১হাজার ৩’শ ৪৪ জন ছাত্র এবং ৯’শ ৫৩জন ছাত্রী। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে ৮টি জেলার ৬৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১লক্ষ ২১হাজার ৩’শ ৩৪জন। এবার পাশ করেছে মোট ৭১হাজার ৯’শ ৫১জন।

দিনাজপুর শহরের হলিল্যান্ড কলেজ শিক্ষার্থীরা ফলাফল ভাল করায় তাদের আনন্দ উল্ল্যাস ছিল লক্ষ্য করার মত। প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩৭জন।

(এসএএস/এসপি/জুলাই ১৯, ২০১৮)