কুষ্টিয়া প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় কুষ্টিয়া সরকারি কলেজে জিপিএ ৫ ও পাশের হার দুটোই কমেছে।

এ বছর কলেজ থেকে তিন বিভাগ থেকে মোট পরীক্ষাথী ছিল ১ হাজার ১৮৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৬৫ জন, মানবিকে ৩১১ জন ও ব্যবসায়ী শিক্ষায় ৪২২ জন। এ বছর পাশ করেছে ১ হাজার ৪৭ জন। অকৃতকার্য হয়েছে ১৪০ জন। জিপিত্র ৫ পেয়েছে ১৯২জন। এর মধ্যে বিজ্ঞানে বিভাগে ১৬৫ জন, মানবিকে ১৪ জন ও ব্যবসায়ী শিক্ষায় ১৩ জন। মোট পাশের হার ৮৮.০২ ভাগ। গতবছর মোট পাশের পাশের হার ছিল ৯০ ভাগের ওপরে। জিপিএ ৫ পেয়েছিল ২৫০জন। গত বছরের তুলনায় এ বছরের পাশের হার কমেছে, কমেছে জিপিএ ৫।

এছাড়া কুষ্টিয়ার সরকারী মহিলা কলেজে এবছর তিন বিভাগ থেকে মোট পরীক্ষাথী ছিল ৯শত ২৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৩৪ জন, মানবিকে ৩৭৬ জন ও ব্যবসায়ী শিক্ষায় ২১৬ জন। এ বছর পাশ করেছে ৭৩২ জন। অকৃতকার্য হয়েছে ১৯৪ জন। জিপিত্র ৫ পেয়েছে ৯ জন।

এছাড়া কুষ্টিয়ার সরকারী সিটি কলেজে এবছর তিন বিভাগ থেকে মোট পরীক্ষাথী ছিল ৫শত ২১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯০ জন, মানবিকে ১৫৭ জন ও ব্যবসায়ী শিক্ষায় ১৭৪ জন। এ বছর পাশ করেছে ৩৫৯ জন। অকৃতকার্য হয়েছে ১৬২ জন। জিপিত্র ৫ পেয়েছে ১ জন।

অপরদিকে কুষ্টিয়ার মিরপুরের আমলা সরকারী ডিগ্রি কলেজে এবছর তিন বিভাগ থেকে মোট পরীক্ষাথী ছিল ৩শত ৯৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১১১ জন, মানবিকে ২৩৫ জন ও ব্যবসায়ী শিক্ষায় ৪৮ জন। এ বছর পাশ করেছে ৩০৮ জন। অকৃতকার্য হয়েছে ৮৬ জন। জিপিত্র ৫ পেয়েছে ১ জন। এছাড়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার হাজ্বী নুরুল ইসলাম কলেজ থেকে একজন পরীক্ষায় অংশগ্রহন করে একজনই অকৃতকার্য হয়েছে।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনজুর কাদির জানান, বোর্ডের সাবির্ক ফল খারাপ হয়েছে। গত বছরের তুলনায় আমাদের কলেজেও ফল কিছুটা খারাপ হয়েছে।

(কেকে/এসপি/জুলাই ১৯, ২০১৮)