গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেসের সাথে বালুবাহী হ্যান্ডট্রলির সংঘর্ষে হ্যান্ডট্রলির ইঞ্জিন ভেঙে চুরমার হয়ে গেছে। শুক্রবার (২০জুলাই) গৌরীপুর-ভৈরব-চট্রগ্রাম রেলপথের বোকাইনগর স্টেশন সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পরে ট্রেনটি গৌরীপুর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্রগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি দিয়ে গৌরীপুর স্টেশনের উদ্দেশ্যে আসছিলো। পথিমধ্যে ট্রেনটি বোকাইনগর স্টেশন অতিক্রম করার সময় রেলসড়কের পাশে দাড়িয়ে থাকা বালুবাহী হ্যান্ডট্রলির সাথে বিকট শব্দে সংঘর্ষ হলে হ্যান্ডট্রলি ভেঙে চুড়মার হয়ে চাকা ও ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়া ঘটনাস্থলে ছুটে আসলে হ্যান্ডট্রলির চালক দৌড়ে পালিয়ে যায়। তবে এতে ট্রেনের ক্ষতি কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, বিকল্প রাস্তা থাকার পরও অনেক চালক রেলসড়কের পাশ দিয়ে গাড়ি নিয়ে চলাচল করে। এলাকাবাসী নিষেধ করলে চালকরা আমাদের গালি-গালাজ করে। আজকে রাস্তার পাশে গাড়ি রাখার কারণেই এই ঘটনা ঘটেছে। তবে আমরা ঘটনাস্থলে এসে চালক কিংবা গাড়ির মালিক কাউকে পাইনি।

গৌরীপুর স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ বলেন, বিজয় এক্সপ্রেসের ট্রেনের সাথে হ্যান্ডট্রলির সংঘর্ষে এখন পর্যন্ত ট্রেনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গৌরীপুর স্টেশনে যাত্রাবিরতির পর ৩টা ১৫ মিনিটে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল ইসলাম বলেন, দূর্ঘটনাস্থল রেলওয়ের কোন সীমানায় পড়েছে সেটা নির্ণয় করে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ২৬জুন রাতে একই রেলপথে উপজেলার গৌরীপুর-রামগোপালপুর আঞ্চলিক মহাসড়কের ভবানীপুর রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ইঞ্জিনের মাথায় পিকআপ ভ্যান নিয়ে ট্রেনটি ছুটে চলে প্রায় অর্ধকিলোমিটার। পিকআপ থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান চালক।

অপরদিকে ২১ মে শ্যামগঞ্জ রেলক্রসিং পারাপারের সময় মোটর সাইকেলের সাথে ট্রেনের সংঘর্ষে ইঞ্জিনের মাথায় ধুমড়েমুচড়ে যাওয়া মোটর সাইকেলটিকে নিয়ে প্রায় অর্ধকিলোমিটার ছুটে চলে ট্রেনটি।

মোটরসাইকেল আরোহী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ সিদ্দিকুর রহমান ছিঁটকে পড়েন রেললাইনের পাশে।

(এসআইএম/এসপি/জুলাই ২০, ২০১৮)