রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে তিনদিন ব্যাপি মৎস্য মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা মৎস্য অফিসের আয়োজনে শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। 

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সব জেলা থেকে সাতক্ষীরা জেলা অনেক ভিন্ন। এ জেলায় রয়েছে অপার সম্ভাবনা। দেশের মধ্যে মাছে ভাতে বাঙালীর জেলা সাতক্ষীরা। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলি পরিদর্শণ করেন। মেলায় ৭০ থেকে ৮০ ধরনের মাছ স্থান পেয়েছে- বোয়াল মাছ, দাঁতনে মাছ, কালা রুপচাদা, সাগরের চান্দা, কাউ মাছ, কৈভোল মাছ, ইলিশ মাছ, কাকসেল মাছ, আমাদী, তপশ্যে মাছ, রেখা মাছ, পায়রা মাছ, ফলুই মাছ, মায়া মাছ, চন্দনা ইলিশ, পাশ্যে মাছ, আড় মাছ, জাভাভেটকি, সুরমা , গোলপাতা , হরিনা চিংড়ি, চালি চিংড়ি, গুলে , শিং , শৈল , চ্যাং , বাতলা , ভোলা , পোয়া , গ্রাসকাপ , ভাঙান, দেশী পুটি, পাবদা , গলদা চিংড়ি, বাগদা, কান, জাপানী পুটি, খরকুল্লা , টেংরা , তেরি, বেলি মাছ, রুই, মৃগেল, কাঁকড়া ও কুঁচিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ।

বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা মৎস্য অফিসার মো. শহীদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) মো.রাশেদুল হক, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, মাছের খাবার ব্যবসায়ী প্রকাশ নাথ, খুদ্র-নৃ-গোষ্ঠির সভাপতি মৎস্যজীবি মোখলেছুর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা।

(আরকে/এসপি/জুলাই ২০, ২০১৮)