১. ভালোবাসারা কেনো ফুলহীন বৃক্ষ হয়ে গেছে! অামার বুকে যে কাঁটা, ভালোবাসা ফুল হয়ে বসুক না বুকে।

২. অামি অার পারছি না ঈশ্বর, বলো এভাবে কী বাঁচা যায়!
তাকে ছাড়া, তাকে বিহীন এতোটা কঠিন ভীষণ অসহায়...

৩. অামি দূর থেকেই অনুভব করেছি প্রেম
যেমন অাকাশকে না ছুঁয়েও অনুভব করেছে পাখি
অামার তেমনই প্রসিদ্ধ ছিলো প্রেম
বেদনাহত ভগ্ন হৃদয় অার শুশ্রূষাপ্রিয় অন্ধজোড়া বিরহকাতর অাঁখি!

৪. শোনো মেয়ে, অামার এ জন্মে একটিমাত্র কিচ্ছে অাছে
তোমার বুকের মধ্যেখানে থাকবার খুব ইচ্ছে অাছে।

৫. তুমি কি অামায় ভালোবাসো?
শোনো তবে ভালোবাসলে এবার অার গোলাপ নয়, হৃদয় নিয়ে অাসো।

৬. মানুষ যখন তার বিপরীত লিঙ্গের প্রেমে পড়ে, তখন বিভিন্ন কৌশলে অন্য কারও মুখে তার নাম শোনার জন্য এবং তার প্রসঙ্গ অানতে উদগ্রীব হয়ে ওঠে।

৭. যে চলে যায়, সে চলে যায়- চোখের শিশিরেরা ভেজে ঘাসে
যে চলে যায়, সে-ই থেকে যায় বুকের দেওয়াল পাশে।

৮. অামি জানি না তুমি চলে গেছো নাকি অাছো?
বুকে হাত রাখতেই হৃদয় বলেছে, তুমি তাকে ছুঁয়ে কী অসহ্যরকম বাঁচো!

৯. তুমি অামি অার খুঁজিনা অামাদের- অামরা কতোদিন দেখিনা কাউকে
বুকের গহন মাঝে তবু কী ম্যাজিক অাগুন! অাশ্চর্য ম্যাজিশিয়ান তাও কে?

১০. বিরহী প্রেমিক জেনেছে, বারবার মরেও সে বারবার জন্ম নিয়েছে প্রেমে।