বিচলিত চঞ্চলা মন


তুমুল জোয়ারের মতো আসে আবেগ
পুর্ণিমার উজানি ঢেউ ওঠে উচ্ছাসের
হে রাষ্ট্র, হে রাজনীতি প্রাণাধিক মুক্তিযুদ্ধ
স্বপ্ন বুনণ হতে না হতেই উতাল পাতাল ঘুর্নি ঝড় এসে তচনচ করে দেয়
আবারো দাঁড়াই ধিরে ধিরে, রাষ্ট্র জনতা কে ঘিরে
পলি ঘটিত দোয়াস মাটী র মতো কেন ঝুর ঝুরা হও
বৈশাখী রুক্ষতায়
কেন শ্রাবণের জলে ভেসে যাও

আমার প্রাণাধিক উচ্ছাস হৃদয়ের আবেগ কোথায় রাখি কোথায় রাখি

হে স্বদেশ তোমাকে ঘিরে প্রাণ যায় প্রাণ হারায়


"রাজনীতি র রন্দ্রে রন্দ্রে সুবিধাবাদের পাপ"