ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : উচ্চ ফলনশীল, স্বল্প জীবনকাল ও ক্ষরা সহিষ্ণু আউশ ধানের জাত বিনাধান-১৯ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে শনিবার লালপুরের সুন্দরবাড়িয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

বিনার “পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে প্রতিকূলতা সহনশীল জাত উদ্ভাবন” কর্মসূচির অর্থায়নে ঈশ্বরদী বিনা উপকেন্দ্রে এবং লালপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মাঠ দিবসের আয়োজন করে।

ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের ইনচার্জ ড. মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন,ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, লালপুরের কৃষি অফিসার হাবিবুল ইসলাম খান, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা ছায়েমা খাতুন। সুন্দরবাড়িয়া গ্রামের কৃষক আরিফুল ইসলাম ও রবিউল ইসলাম বলেন, ফসল কাটার পর প্রতি হেক্টরে ৪.৬ টন ধান পেয়ে আমরা খুশি। তাছাড়া এই চাউল চিকন,লম্বা, সাদা এবং খেতেও সুস্বাদু ।

(এসকেকে/এসপি/জুলাই ২১, ২০১৮)