বাগেরহাট প্রতিনিধি : সমাজকল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপিত ডা. মোজাম্মেল হোসেন এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমানে দেশের প্রত্যেক মুক্তিযোদ্ধা মাসে ১০ হাজার টাকা সম্মানি ভাতা পাচ্ছেন। এ ভাতা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা হবে। সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রয়োজনীয় সব কাজ করে যাচ্ছে। সরকারী চাকুরীতে  মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের ৩০ ভাগ কোটার বিষয়ে আন্দোলনকারীদের কোন ছাড় দেননি প্রধানমন্ত্রী।

শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলানায়তনে বাগেরহাট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাগেরহাট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মুকিত ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহ-জাহান শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু হানিফ হাওলাদার, মো. শওকত আলী, মীর আব্দুর রাজ্জাক প্রমুখ।

পরিচিতি সভায় বাগেরহাট জেলার ৯টি উপজেলার মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ৪৭ সদস্যের বাগেরহাট জেলা কমিটির নের্তৃবৃন্দকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

(এসএকে/এসপি/জুলাই ২১, ২০১৮)