নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্টে স্বাধীনতর মুক্ত মঞ্চে শনিবার দুপুর ১২টায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে পৃথিবীতে গাছের বিশেষ গুনাবলীর উপর গুরুত্ত রেখে মোবাইল ফোন কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য ও মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।

অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম গোলাম ফারুক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, জেলা পরিষদ সদস্য শ্রী মন্মথ সাহা, মোসাঃ ফাইমা পারভীন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজান আলী মন্ডল, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ বক্তব্য প্রদান করেন।

মেলায় দেশী বিদেশী বিভিন্ন প্রকার গাছের সমাহারে প্রায় অর্ধশত গাছের স্টল স্থান পায়। শনিবার হতে আগামী ৩দিন এ মেলা চলবে বলেও মেলায় ঘোষনা দেয়া হয়। মেলা চলাকালীন সময়ে উপচে পড়া ক্রেতা সাধারণের ভিড় লক্ষ করা গেছে।

(বিএম/এসপি/জুলাই ২১, ২০১৮)