লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকার দাইড়পাড়া নামক স্থানে শনিবার (২১ জুলাই) সন্ধ্যায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকসহ দুই জন নিহত হয়েছে।

নিহতরা হলো নাটোরের সিংড়া উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ট্রাক চালক মাফিজুল ইসলাম (২৬) এবং একই উপজেলার চৌগ্রামের আকবর আলীর ছেলে ট্রাকের হেলপার মোহাম্মদ আমীন (১৯)। এ সময় আহত হয়েছে কমপক্ষে আরো দশ জন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নুর জানান, সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সরকার ট্রাভেলসের (রাজবাড়ি ব ১১-০০৭০) সঙ্গে বিপরীতমুখী বালুবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ১১-৭৫২৬) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক ও তার সহযোগি নিহত হয়। এ সময় আহত হয়েছে কমপক্ষে দশ জন।

এ সময় নাটোরের ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের অন্তত ১০ জন আহত যাত্রীকে উদ্ধার করে বনপাড়ায় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

(এমএইচ/এসপি/জুলাই ২২, ২০১৮)