স্টাফ রিপোর্টার : সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসের বিষয়টিও বিবেচনায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেনাবাহিনী কর্মকর্তাদের পদোন্নতি উপলক্ষে পাঁচ দিনের সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করার সময় এই নির্দেশ দেন সরকার প্রধান।

রবিবার সকালে ঢাকা সেনানিবাসের সদরদপ্তরের সম্মেলন কক্ষে এই নির্বাচনী পর্ষদের উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী সেনাসদরে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনা বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেনাবাহিনীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদের মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেলে পদোন্নতির সিদ্ধান্ত নেয়া হবে।

এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, মুখ্যসচিব নজিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুলাই ২২, ২০১৮)